আপনার Bkash Account এর লেনদেনের Statement Download করুন ১ মিনিটে খুবই সহজে.!!

Admin
1
আপনার Bkash Account এর লেনদেনের Statement Download করুন ১ মিনিটে খুবই সহজে.!!

বিকাশ আমাদের জীবনে প্রতিনিয়ত ওতোপ্রোতো ভাবে জড়িত, মোবাইল রিচার্জ থেকে শুরু থেকে দেশে এক স্থান থেকে অন্য আর এক স্থানে এই বিকাশ দিয়ে আমরা টাকা আদান-প্রদান করে থাকি। কেনাকাটা পেমেন্ট থেকে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল প্রদান করে থাকি। এই রকম আরো নানা ধরনের সেবা বা লেনদেন করে থাকি আমরা বিকাশ থেকে।

বিকাশ থেকে আমরা যে-সব লেনদেন করে থাকি সে-সব লেনদেন এর স্টেটমেন্ট (Statement) নানা সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে যা বিকাশ অ্যাপে স্টেটমেন্ট অপশনে কয়েকটি লেনদেনের স্টেটমেন্ট পাওয়া যাই। আপনি চাইলে এখন কয়েকটি ধাপে যে-কোনো দিনের লেনদেনের স্টেটমেন্ট দেখতে পারবেন বা ডাউনলোড করে রাখতে পারবেন খুব সহজেই এবং আপনি যদি চান যে আমার বিকাশ একাউন্ট খুলার দিন থেকে এখন পর্যন্ত কত গুলো লেনদেন করেছি তার স্টেটমেন্ট দেখবে বা ডাউনলোড করবেন তাও করতে পারবেন।

আর এর জন্য প্রথমে বিকাশ অ্যাপে লগইন করে নিন তার পর বিকাশ মেন্যু বার এ ক্লিক করে স্টেটমেন্ট অপশনে ক্লিক করুন.!

তার পর স্টেটমেন্ট রিকোয়েষ্টসমূহ অপশনে ক্লিক করুন.!

নতুন স্টেটমেন্ট রিকোয়েষ্ট অপশনে ক্লিক করুন.!

বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক কিরুন.!

আপনি কত দিন থেকে কত দিন পর্যন্ত এর স্টেটমেন্ট ডাউনলোড করবে বা দেখতে তা সিলেক্ট করে দিন এবং নিচে কনর্ফাম করুন অপশনে ক্লিক করুন.!

তার পর আপনার কাজ শেষ, কয়েক মিনিটের মধ্যে আপনার স্টেটমেন্ট চুলে আসবে বিকাশ অ্যাপে.!

তার পর স্টেটমেন্ট দেখতে বা ডাউনলোড করতে আবার বিকাশ মেন্যু বার এ ক্লিক করে স্টেটমেন্ট অপশনে ক্লিক করুন.!

তার পর আবার স্টেটমেন্ট রিকোয়েষ্টসমূহ অপশনে ক্লিক করুন.!

এখন দেখেন আপনার লেনদেনের স্টেটমেন্ট চলে এসেছে এখন চাইলে আপনি লেনদেনের স্টেটমেন্ট ডাউনলোড করতে বা দেখতে পারবেন.!

স্টেটমেন্টটি ওপেন করার সময় পাসওয়ার্ড এর স্থানে আপনার এগারো সংখ্যার বিকাশ একাউন্ট নাম্বারটি ইংরেজিতে দিয়ে ওপেন করতে হবে।

স্টেটমেন্ট (Statement)

Tags

Post a Comment

1 Comments

* Please Don't Spam Here.

Post a Comment
COMMENT

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !